চাঁদপুরের বিসিবি কাউন্সিলর কাপ ২০২২ এ ইনটেন্স ক্রিকেট একাডেমী কে ৫ রানে হারিয়েছে কক্সবাজার ক্রিকেট ফোরাম।
৭ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ট্রসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কক্সবাজার ক্রিকেট ফোরাম পরে অধিনায়ক তারেকের ২৫ বলে ৫৬ ও মুদ্দাসিরের ২৪ বলে ২২ রানের ৭৮ রানের পার্টনারশিপ জুটিতে ভর করে ১২৫ রানের টার্গেট দেয় কক্সবাজার ক্রিকেট ফোরাম।
১২৫ রানের টার্গেটের জবাবে ব্যাট করতে দলীয় ৯ রানে ওপেনার মুমিন ও আকাশকে হারিয়ে চাপে পড়ে ইনটেন্স ক্রিকেট একাডেমী পরে শাওনের ৪৮ ও ফাহিমের ৩৫ রানে লম্বা জুটি বেঁধেও ১২৫ রানের লক্ষ্যে পৌছাতে পারে নি ২০ ওভার শেষে ৮ উইকেটে ১১৯ রানেই থেমে যায় ইনটেন্স ক্রিকেট একাডেমীর স্কোর বোর্ড। ২৫ বলে ৫৬ রান নিয়ে ম্যাচ সেরা হয় কক্সবাজার ক্রিকেট ফোরামের অধিনায়ক তারেক।
১২৫ রানের টার্গেটে ম্যাচ জয় হওয়া কষ্টের ছিলো এবং ভবিষ্যৎ আরো ভালো ম্যাচ উপহার দেয়ার কথা জানিয়েছেন তিনি। আগামীকাল সকাল ৯ টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে রায় পুর ক্রিকেট একাডেমীর মুখোমুখি হবে কক্সবাজার ক্রিকেট ফোরাম।
Post a Comment