সাকিব শৈলীতে জয়ের ধারা অব্যাহত গায়ানা আমাজন ওয়ারিয়র্সের।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ( সিপিএল) খেলতে বর্তমানে ওয়েষ্ট ইন্ডিজে অবস্থান করছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দল ত্রি-দেশীয় সিরিজ এবং বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিশেবে আরব আমিরাতে অবস্থান করলেও, বিসিবির অনাপত্তিপত্র নিয়ে সাকিব খেলছেন সিপিএলে। দলের সাথে যোগ দিবেন নিউজিল্যান্ডে। খেলবেন পাকিস্থান- নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ।
সিপিএলের আগের দুই ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন সাকিব। টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক এবং গড়পড়তা বোলিং। বেমানান আর ছন্নছাড়া সাকিব। তবে, নিজের জাত চিনিয়ে দিলেন তৃতীয় ম্যাচে এসে। ব্যাটিংয়ে চারটি চার এবং একটি ছয়ে ১৪০ গড়ে ২৫ বলে ৩৫ রান, চার ওভার বোলিং করে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট। ফিল্ডিংয়েও দেখিয়েছেন নিজের পারদর্শীতা। ডিরেক্ট থ্রো'তে আউট করেছেন নিকোলাস পুরানকে। ফলশ্রুতিতে, গায়ানার দেওয়া ১৭৬ রানের জবাবে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় রাসেল-পুরান-পোলার্ডের দল ত্রিনিদাদ নাইট রাইডার্স।
সাকিবের অসাধারণ পারফরম্যান্সে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ব্যাটিং আর বোলিং শৈলীতে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন সাকিব আল হাসান।
Post a Comment