মহেশখালীতে অধিগ্রহণকৃত জমির মালিকদের কাছে ৮ ধারা নোটিশ জারি

মহেশখালীতে অধিগ্রহণকৃত জমির মালিকদের কাছে ৮ ধারা নোটিশ জারি মিজানুর রহমান: মহেশখালী মহেশখালীতে ১২'শ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মালিকদের কাছে ৮ ধারা নোটিশ জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় মহেশখালী উপজেলা অধিগ্রহণকৃত চার মোজা গুলা হল ইউনুছখালী মোজা , ঝাপুয়া মোজা , কালারমারছড়া মোজা ও কালিগঞ্জ মোজা । এ চার মোজা জমির মালিকদের সাথে একই সময় গণ শুনানীও করা হয়েছে । কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড এবং সুমিতোম কর্পোরেশন জাপান এর আয়োজনে এবং কক্সবাজার জেলা প্রশাসনে উদ্যোগে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া সরদার ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ এর সভাপতিত্বে গণ শুনানীতে উপস্থিত ছিলেন
,মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন ,কক্সবাজার ভুমি অধিগ্রহণ কর্মকর্তা তাজ উদ্দিন ও শুভাশিস চাকমা ,জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়ের এসএএস সুপারিনটেনডেন্ট কামাল হোছাইন (রুহানী),স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ,বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ ,জেলা কৃষকলীগ নেতা রিয়াজ মোরশেদ সহ স্থানীয় জমির মালিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ । অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ দুপুর ১টায় জমির মালিদের মাঝে ৮ ধারা নোটিশ তাদের হাতে তুলে দেন । এর আগে সকাল ১০ টায় শুরু হওয়া গণশুনানীতে প্রকৃত জমির মালিকদের সাথে কথা বলেন । একই সাথে জমির মালিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন আমিন আল পারভেজ । তিনি জমির মালিকদের উদ্দেশ্যে বলেন , সরকার উন্নয়ন প্রকল্প নির্মাণের জন্য মহেশখালীতে জমি অধিগ্রহণ করেছেন । এ ক্ষেত্রে প্রকৃত জমির মালিকগন যাতে কোন ধরনের হয়রানীর স্বীকার না এ জন্য উন্মুক্ত গণশুনানী করা হচ্ছে । দালালের খপ্পরে না পড়ে সরাসরি এলও অফিসে ফাইল জমা করতে জমির মালিকদের আহবান জানিয়ে তিনি আরো বলেন , টাকা নিতে আপনারা কাউকে ঘোষ দিবেন না এবং আপনাদের কাছ থেকে কেউ ঘোষ দাবী করলে সরাসরি আমাকে জানাবেন । আমার অফিস সবসময় খোলা , প্রয়োজনে আমাকে মোবাইল করে যে কোন বিষয়ে জানাতে পারেন । কক্সবাজার যেতে কারো সমস্যা হলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অভিযোগ করারও পরামর্শ দেন । জমির মালিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন , কালিগঞ্জ মোজা'র বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। শিঘ্রই এর একটি সমাধান আপনারা পেয়ে যাবেন।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন