অপ্রাপ্ত বয়স্ক টমটম চালকদের বিরুদ্ধে মহেশখালী থানা পুলিশের অভিযান৷

অপ্রাপ্ত বয়স্ক টমটম চালকদের বিরুদ্ধে মহেশখালী থানা পুলিশের অভিযান৷ উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ বছরের কম টমটম চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মহেশখালী থানা পুলিশ। আজ ২১ সেপ্টেম্বর সকাল থেকে এসআই মনিষ সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটা ইউনিট পৌর এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন সময়ে একাধিক অপ্রাপ্ত বয়স্ক টমটম চালক সনাক্ত করে গাড়ী জব্দ করা হয়। এই ব্যাপারে পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়নে এই সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জানানো হয়, এই আইনের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়ার। ড্রাইভারদের বয়সের স্বচ্ছতার পাশাপাশি গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোন ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিনের নির্দেশে প্রতিটি ইউনিয়নে এই ব্যাপারে মাইকিং করা হয়েছে গতকাল। মহেশখালীর সাধারণ জনগণ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং অবৈধ টমটম চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান। এছাড়া, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন৷ উল্লেখ্য, গতকাল দুপুরে টমটম চাপায় স্কুল পড়ুয়া এক শিশু নিহত হয় এবং অপর দুইজন আহত হন। এছাড়া মহেশখালীর সড়কে টমটম এবং বিভিন্ন অবৈধ গাড়ির দুর্ঘটনায় নিয়মিত প্রাণ হারাচ্ছে সাধারণ জনগণ।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন