মহেশখালীতে বিএনপি'র স্মরণাতীতকালের বিশাল গণ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহেশখালীতে বিএনপি'র স্মরণাতীতকালের বিশাল গণ মিছিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশ্বর্ত মুক্তি দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে দিন। আমিনুল হক, মহেশখালীঃ-
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি, বিদ্যুতের লাগামহীন লোডশেডিং, সরকারি দল কর্তৃক মানুষের ভোটাধিকার হরন, বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি,দেশ নায়ক তারেক রহমান ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে দেশ ফেরা সহ ভোলায় জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দুইজন নেতা পুলিশের গুলিতে খুন হওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে গতকাল ৩০ আগস্ট মহেশখালী উপজেলা বিএনপি'র উদ্যোগে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী উপজেলার পৌরসভাধীন পান বাজার মাঠ হতে গণ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোরকঘাটা চৌরাস্তার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মহেশখালী উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী, মহেশখালী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ডাঃ আবদুল মোতালেব, জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক রাসেল, মহেশখালী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবদুল করিম মেম্বার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আফছেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম। জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ মিছিলোত্তর সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান, কুতুবজোম বিএনপির সভাপতি মোঃ শফি মেম্বার, মাতারবাড়ী বিএনপির সভাপতি আরিফুল কাদের চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এনামুল করিম, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক শফিউল আলম শফি, বড় মহেশখালী বিএনপির সভাপতি প্রভাষক খাইরুল করিম নাছির, ধলঘাটা বিএনপির সভাপতি সরওয়ার আলম শাহীন, ছোট মহেশখালী বিএনপির আহ্বায়ক মোসলেম উদ্দিন, মাতারবাড়ী বিএনপির সাধারণ সম্পাদক এস্তাফিজুর রহমান, বড় মহেশখালী বিএনপির সাধারণ সম্পাদক ছাবের হোসেন, হোয়ানক বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন টিপু, শাপলাপুর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন, কুতুবজোম বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী,ধলঘাটা বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ,ছোট মহেশখালী বিএনপির সদস্য সচিব মাষ্টার কবির আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আনোয়ার পাশা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাসেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোহাম্মদ আরাফাত, সদস্য বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নছর উল্লাহ ও সদস্য সচিব আবদু ছমদ, যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন, মহেশখালী পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মাষ্টার নুরুল কবির, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সাবেক সহ-সভাপতি জাফর আলম সাবেক অর্থ সম্পাদক ছিদ্দিক আহমদ সওদাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর শ্রমিক দলের সভাপতি মুজিবুল হক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরু, উপজেলা যুবদলের সদস্য তালিমুল ইসলাম। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, আজকের বিশাল গণ মিছিল মহেশখালীর ইতিহাসে স্মরণাতীতকালের সবচেয়ে বড় মিছিল। মহেশখালী বিএনপি প্রমাণ করলো " মহেশখালীর মাটি বিএনপির ঘাঁটি, মহেশখালীর মাটি শহীদ জিয়ার ঘাঁটি, মহেশখালীর মাটি খালেদা জিয়ার ঘাঁটি, মহেশখালীর মাটি তারেক রহমানের ঘাঁটি, মহেশখালীর মাটি এপিএস সালাহ উদ্দিন আহমদের ঘাঁটি, মহেশখালীর মাটি আবু বক্কর চেয়ারম্যানের ঘাঁটি।" তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। তারা রাতের বেলা ভোট চুরি করে ভোটাধিকার হরন করেছে। এই ভোট চোর সরকার দেশের রিজার্ভ ফান্ড ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা থেকে সরে গিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবী জানান এটিএম নুরুল বশর চৌধুরী। সভাপতির বক্তব্যে আবু বক্কর ছিদ্দিক বলেন, বিএনপি রাজপথে থাকলে অন্য রাজনৈতিক দলকে খুঁজে পাওয়া যাবেনা। আওয়ামী লীগ সরকার হচ্ছে ভোট চোর সরকার। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশ্বর্ত মুক্তি দিয়ে দেশের গনতন্ত্র ফিরিয়ে দিন। দেশ নায়ক তারেক রহমান ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে দেশ ফিরে আসার সুযোগ দিন। প্রধান বক্তার বক্তব্যে আতা উল্লাহ বোখারী বলেন, মহেশখালীতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ৩০ আগস্টের বিশাল গণ মিছিল প্রমাণ করেছে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক এর নেতৃত্বে মহেশখালী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন