উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির বিভিন্ন বাহিনীর গঠিত টিম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্য দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়েছে। তবে আরও তহবিল প্রয়োজন।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নদী প্লাবিত হয়েছে। এ ছাড়া সিন্ধু, পাঞ্জাব প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রন্ত হয়েছে।
২০১০ সালে এমন বন্যা পরিস্থিতি দেখেছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে দেশটিতে।
সিন্ধুর বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পর রোববার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বেলুচিস্তান যাওয়ার কথা রয়েছে।
Post a Comment