দাসুন শানাকাকে অধিনায়ক করে ২০ জনের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা


সবার শেষে এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। দল ঘোষণা করার ডেডলাইন ৮ আগস্ট হলেও এতদিন তারা জানায়নি। অবশেষে টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে নিজেদের দল ঘোষণা করেছে লঙ্কানরা। 

আসন্ন এশিয়া কাপে দাসুন শানাকাকে অধিনায়ক করে ২০ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের জন্য বাকিদলগুলো ১৫ ও ১৭ সদস্যের স্কোয়াড দিলেও লঙ্কানরাই সবচেয়ে বেশি খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে। 

মূলত শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দল ঘোষণা করতে এত দেরি হয়। দেশটির ক্রিকেট বোর্ড দল আগে চূড়ান্ত করলেও সেটা অনুমোদন করতে ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে হয়। সবকিছু মিলিয়ে ১২দিন বিলম্ব হয়ে যায়।

তাদের দেশে এই রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ হয়নি। নয়তো এবারের টুর্নামেন্টের স্বাগতিক হলো শ্রীলঙ্কা। এখন টুর্নামেন্টটি হচ্ছে সংযুক্ত আর আমিরাতে। তবে সেখানেও স্বাগতিক হিসেবে থাকছে শ্রীলঙ্কার নাম।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন