মহেশখালীতে মুফতি আব্দুল হালিম বোখারী (রহ.) এর স্মরণে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ মহেশখালী শাখার উদ্যোগে অদ্য- ৯ আগস্ট ২২ ইং ১০ মুহররম ১৪৪৪ হিজরী (মঙ্গলবার) দুপুর ২টা থেকে মহেশখালীতে হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী (রহ.) এর স্মরণে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান আলোচক ছিলেন- আল্লামা ওবায়দুল্লাহ হামজা (দা.বা.)। মুহতামিম, জামেয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম। সেক্রেটারি জেনারেল ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশ। (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড)। প্রধান মেহমান ছিলেন- আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল (দা.বা.)। উপ-পরিচালক, জামেয়া দারুল মাআ'রিফ ইসলামিয়া চট্টগ্রাম। বাদে মাগরিব সভাপতিত্ব করেন- জামেয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার নির্বাহী পরিচালক ও মহেশখালী থানা ইত্তেহাদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা শামসুল আলম (জাদীদ)।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন