ক্রিকেট বিশ্বের অন্যতম হাই ভোল্টেজ এই ম্যাচ আগামীকাল রবিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। এই ম্যাচ দিয়ে দুই দলই শুরু করবে নিজেদের এবারের এশিয়া কাপের যাত্রা।
এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। দুই দল যখন মাঠে লড়বে তখন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশি মাসুদুর রহমান মুকুলকে। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন গাজী সোহেল।
ক্যারিয়ারে এক পর্যন্ত ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন মাসুদুর রহমান মুকুল। যার মধ্যে ৪১টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি দেশ চ্যাম্পিয়ন হয়েছে। সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরপর শ্রীলঙ্কার হাতে এই ট্রফি উঠেছে পাঁচবার এবং পাকিস্তান জিতেছে দুইবার। এখন পর্যন্ত বাংলাদেশ এই ট্রফি জয়ের স্বাদ পায়নি। তবে গত দুই আসরের ফাইনালিস্ট ছিল টাইগাররা।
Post a Comment