উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত



মহেশখালী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (সোমনার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা মাদক নির্মূল, যানযট নিরসন, পাহাড় নিধন প্রতিরোধ, অদক্ষ ও অপ্রাপ্তবয়সী ড্রাইভার দ্বারা গাড়ি চালানো বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন