ঐতিহ্যবাহী বটবৃক্ষটি কেটে ফেলার অশুভ উদ্যোগ নিয়েছে একজন প্রভাবশালী ব্যাক্তি

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া (বারঘর পাড়া) এলাকায় কালেরসাক্ষী এ বিশাল বট বৃক্ষটি কেটে ফেলার অশুভ উদ্যোগ নিয়েছে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় বৃক্ষপ্রেমিরা এর প্রতিবাদ করে আসলেও কথিত এ সব প্রভাবশালীরা তা আমলে নিচ্ছেন না । এ বিশাল বট গাছটি রক্ষার দাবি জানাচ্ছেন মহেশখালীর সচেতন প্রকৃতিপ্রেমি লোকজনসহ পরিবেশনকর্মীগন। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসন অবিলম্বে গাছটি রক্ষার উদ্যোগ গ্রহণ করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার পক্ষ থেকে আহবান জানানো হচ্ছে ।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন