চকরিয়ায় আসছেন ভারতের আলহাজ্ব শাহ মৌলানা ছাদেক রেজা মুজাদ্দেদি (ম.জি.আ.)



ভারতের পাঞ্জাব শহরের দরবারে আলিয়ায়ে মুজাদ্দেদিয়া ছিরহিন্দ শরীফ এর মহামান্য পরিচালক, খাদেম ও মুজাদ্দিদে আলফেসানী (রঃ) এর বংশধর আলহাজ্ব শাহ মৌলানা ছাদেক রেজা মুজাদ্দেদি (ম.জি.আ.) চকরিয়া উপজেলার খুটাখালী দরবার শরীফে আসছেন।

আগামীকাল (২৩ আগষ্ট) মঙ্গলবার সকাল ১০ টায় খুটাখালী দরবারে আগমন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

হুজুরকে সংবর্ধনা ও বরণ করে নেয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন হাফেজ শাহ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহজাদা এসএম আনোয়ার হোসাইন।

তিনি খুটাখালী দরবারের সকল ত্বরিক্বত ভাইদের উক্ত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

দরবারে আলিয়ায়ে মুজাদ্দেদিয়া ছিরহিন্দ শরীফ এর মহামান্য পরিচালক আলহাজ্ব শাহ মৌলানা ছাদেক রেজা মুজাদ্দেদি (মঃজিঃআঃ) গতকাল সোমবার দুপুর ১২ টায় কক্সবাজার বিমানবন্দরে আগমন করেন।
এসময় তাঁকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন