কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে মাতারবাড়ি ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে মাতারবাড়ি ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত আবদু রহমানন রিটন মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুল্লাহ ফরিদের নির্দেশে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে মাতারবাড়ি ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।আজ (২২ আগষ্ট) রাত ৮টার দিকে মাতারবাড়ি ৩নং ওয়ার্ডের দক্ষিণ রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হল কক্ষে এই প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা চৈধরের সভাপতিত্বে এবং মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক নুরুল আলম শাওনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মাস্টার গোলাম কাদের, মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মিছবাহ উদ্দীন মজিদি, যুগ্ন আহবায়ক শামসুল আলম, মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জসীম উদ্দীন, মাতারবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি এম নুরুন্নবী, মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এম মাহফুজুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা নাজেম উদ্দীন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা কপিল উদ্দীন মাহমুদ, আব্দুল হামিদ, খোরশেদ আলম,নুরুল আবছার মহেশখালী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু সাঈদ মোহাম্মদ সায়েম সিকদার, তায়েব ইলাহী সিকদার, আবদুল আজিজ নয়ন, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এহসান হাবিব, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় ছাত্রদল নেতা তকি, তুহিন, তাইমুর আরফাত, আশরাফ মাতারবাড়ি পাবলিক উচ্চ বিদ্যালয় ছাত্রনেতা জিয়াবুল হক জিয়া, তাওহিদুল ইসলাম হাসনাত, বাবু রশিদিয়া মাদ্রাসা ছাত্রদল নেতা শওকত ওসমান, তোহাল, ইব্রাহিম খলিল সহ ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদলের ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ। সভায় বক্তারা আগামী কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঐক্যমত পোষণ করেন।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন