ছোট মহেশখালীতে প্রবাসীর উপর হামলা ভিসা সহ নগদ টাকা লুট
মহেশখালীতে এক প্রবাসীর বসত ঘরে ডুকে নগদ টাকা ,প্রবাসের ভিসা ও মালামাল লুটপাট সহ বাড়ি ঘর ভাংচুর করে প্রবাসীকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
সোমাবার সকাল ১০টায় ছোট মহেশখালীর মুদিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে। মহেশখালী থানায় দায়ের কৃত এজাহার সুত্রে জানা গেছে, ছোট মহেশখালী ইউনিয়নের মুদির ছড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল গফুর গত ৩মাস পূর্বে দেশে এসে ছুটি কাটিয়ে চলিত মাসের ১৯ তারিখ মালয়েশিয়া চলার যাওয়ার কথা রয়েছে।
প্রবাসে যাওয়ার জন্য গতকাল সোসমবার (৮ আগষ্ট) প্রস্তুতি শুরু করার মুহুর্তে স্থানীয় মৃত মুছা আলীর পুত্র মো: কাছিমের নেতৃত্বে আবুল হোসেন, জাহিদ হোসেন,মো: জালাল, নাজির হোসেন নাগু,মো: জসিম উদ্দিনসহ ৭/৮ জনের একদল দেশীয় অস্ত্রধারী প্রবাসী গফুরের বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করে এসময় তার স্ত্রী বাধাঁ দিলে আসলে তাকেও মারধর করা হয়।
হামলাকারীরা এসময় নগদ ৫০ হাজার টাকা, মালয়েশিয়া ভিসা, দুটি মোবাইল ফোন লুট করা হয়।
পরে হামলা কারীরা চলে যাওয়ার সময় তাদের বাড়ি ঘরে ভাংচুর চালায়।
প্রবাসী আব্দুল গফুরের খালা খুরশিদা খানম জানান, আমার ভাগিনাকে কোন কারণ ছাড়াই তার বাড়িতে প্রবেশ করে মারধর করে সব কিছু লুটপাট করেছে চিহ্নিত হামলাকারীর বর্তমানে ভাগিনা অবস্থা আশংকা জনক ।
আহত প্রবাসীর পিটে ও হাতে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। মহেশখালী হাসপাতালের কতব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরন করেছেন।
মহেশখালী থানার এস আই আল আমিন বলেন , প্রবাসীর উপর হামলা বিষয়ে একটি এজাহার পেয়েছি তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
Post a Comment