মাদ্রাসার মাঠে শিক্ষক খু*ন, আটক ৫

মাদ্রাসার মাঠে শিক্ষক খু*ন,আটক ৫। ছাদেকুর রহমান,মহেশখালীঃ-
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটায় মাদ্রাসার শিক্ষক জিয়াউর রহমান হত্যার ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।আটককৃতরা হলেন-নুরুল আলম(৫০),মুসলিম উদ্দিন(২৬), তাসমিন আক্তার(৩৫), ময়না আকতার (২৫), সমিরা আকতার (২৩)। আজ বৃহস্পতিবার (২৫আগস্ট) দুপুর ১টার সময় তাজিয়াকাটা গ্রামের সুমাইয়া (রাঃ) বালিকা মাদ্রাসার মাঠে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় ওই মাদ্রাসা সুপার জিয়াউর রহমানকে।এসময় স্বামীকে রক্ষাকর্তে এসে মারাত্মক ভাবে আহত হন জিয়াউর রহমানের স্ত্রী রহিমা বেগম।পরে রহিমা বেগমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের ছেলে তৌহিদ জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তার মা রহিমা বেগম চিকিৎসাধীন রয়েছে।তবে এখনো তার মায়ের অবস্থা সংকটপন্ন। উক্ত ঘটনার বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন,জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত সন্দেহভাজন পাঁচজনকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন