মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন হলো কাজাখস্তানে


মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন হয়েছে।গত ‍শুক্রবার (১২ আগস্ট) কাজাখস্তানের রাজধানীতে অবস্থিত জুমার নামাজ আয়োজনের মাধ্যমে নুর সুলতান মসজিদটি উদ্বোধন হয়। এতে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ। এ ছাড়াও উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, রাশিয়া, মিসরসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


২০১৯ সালে কাজাখস্তানের সর্ববৃহৎ এ মসজিদের নির্মাণকাজ শুরু হয়। এর নির্মাণকাজ পরিচালনায় ছিল তুরস্কের নির্মাণ প্রতিষ্ঠান সিম্বল। তুরস্ক ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের স্থাপত্যবিদরা এর নকশা করেন। ৬৪ হাজার বর্গমিটার বিস্তৃত মসজিদটি মধ্য এশিয়ার সর্ববৃহৎ ১০ মসজিদের অন্যতম। একসঙ্গে তাতে ৩৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন। 


নীল রঙের মসজিদটি কাজাখ ও ইসলামী স্থাপত্যরীতিকে ধারণ করে তৈরি করা হয়। এর প্রধান গম্বুজটি ৬২ মিটার চওড়া এবং চারপাশে রয়েছে ১৩৪ মিটার উঁচু মিনার। দূর থেকে জ্বলজ্বল করে গম্বুজ ও মিনারগুলো। মসজিদের দেয়ালে ২৫ মিলিয়ন গ্লাস মোজাইক দিয়ে আল্লাহর সুন্দর নাম খোদাই করা হয়।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন