ইউপি সচিব নিয়মিত অফিস না করায়, সেবাপ্রাপ্তিদের ভোগান্তি শেষ নেই

ইউপি সচিব নিয়মিত অফিস না করায়, সেবাপ্রাপ্তিদের ভোগান্তি শেষ নেই
মিজানুর রহমান: কালারমারছড়া মহেশখালী থানার ৯ টি ইউনিয়নের মধ্যে বৃহত্তর ইউনিয়ন, কালারমারছড়া ইউনিয়ন পরিষদ। যার আয়তন ৭১৩২ একর (২৮.৮৬ বর্গ কিলোমিটার)। এই ইউনিয়নের ভোটার সংখ্যা ৩৫ হাজারের বেশি। কালারমারছড়া ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে সচিবের দায়িত্ব পালন করে আসছেন নজরুল ইসলাম। তবে নিয়মের তোয়াক্কা না করে সরকারি নিয়ম ভঙ্গ করে নিজের ইচ্ছামত অফিস করাতে ভোগান্তিতে পড়েছে অত্র ইউনিয়নের সাধারণ জনগণ। সঠিক সময়ে বর্তমান ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকলেও প্রতিদিনই অনুপস্থিত দেখা যায় ইউপি সচিব নজরুল ইসলামকে। প্রায় সময় তালাবদ্ধ থাকে সচিবের রুম। যার কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। এ বিষয়ে সেবা নিতে আসা কালাম নামের এক ব্যক্তি বলেন, একটা জন্ম সনদের জন্য আমি আজ ৫ দিন ধরে কালারমারছড়া ইউনিয়ন পরিষদে সকাল ১০ টা থেকে ঘুরাঘুরি করতেছি। সবকিছু ঠিকঠাক থাকলেও সচিবের স্বাক্ষরের অভাবে হচ্ছে না। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ দৈনিক মহেশখালী ২৪ কে জানান, সচিব নজরুল ইসলাম দুইটি ইউনিয়নে দায়িত্বে রয়েছে। কালারমারছড়া ও ধলঘাট ইউনিয়নে অতিরিক্ত দায়িত্ব পাওয়াই তিনি নিয়মিত অফিস করে না। যার কারণে সেবা প্রাপ্তিদের ভোগান্তির শেষ নেই। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে অবগত করেছি, সচিবকে স্থায়ী করে দিতে এতে ভোগান্তি দূর হবে। এ বিষয়ে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ না করায় ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, ৩নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদে জনগণের সাধারণ সেবায় ভোগান্তি নিয়ে একাধিক ব্যক্তি অভিযোগ তুলেছেন গণমাধ্যমের কাছে। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের দুঃখ দূর্দশা নিরসনে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন ইউনিয়নবাসী। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স্যারকে ফোন করা হলে, ফোন রিসিভ না করায় ওনার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন