চলতি মাসের ১০ তারিখ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের বাবা-মা হন তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি। গেল সোমবার বিকেলে সন্তান রাজ্যকে নিয়ে বাসায় ফেরেন এই তারকাজুটি। আর জন্মের সাতদিনের মাথায় ছেলে রাজ্য’র আকিকা দিলেন তারা।
ঘরোয়া
এই আয়োজনে উপস্থিত ছিলেন মিডিয়ার অনেকেই। ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, রেদওয়ান রনি ও নায়িকা
তমা মির্জাসহ অনেকে।
নির্মাতা
চয়নিকা চৌধুরী বলেন, ‘অনেক কথা মুখ
দিয়ে বলতে হয় না।
কারণ, এর গভীরতা বলে
বোঝানো যায় না। তা
শুধুই অনুভবের ব্যাপার। রাজপুত্র রাজ্যের আকিকা হলো। দুইটা খাসি
জবাই করা হলো আর
মিলাদের ব্যবস্থা ছিল। ছোট্ট পরিসরে
এত সুন্দর একটা অনুষ্ঠান হলো।
অনেক আনন্দ পেলাম। অনেক অনেক আশীর্বাদ
রাজ্য তোমার জন্যে। মায়ের মতো সাহসী আর
সুন্দর মনের মানুষ হও,
নিরাপদে থেকো। আর বাবার মতো
সাহসী প্রেমিক আর কেয়ারিং হও।’
Post a Comment