মিজানুর রহমান
বদরখালীর পুকুর থেকে প্রতিবন্ধী শিশু কাইয়ুমের (১২) ভাসমান লাশ উদ্ধার হয়েছে। আজ (শনিবার) সকাল ৯ টার দিকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেছে। তার বাড়ি কালারমারছড়ার উত্তর নলবিলায়।
জানা যায়, শিশু কাইয়ুম মানসিক প্রতিবন্ধী। সে উত্তর নলবিলার জসিম উদ্দিনের (প্রকাশ বদায়া) পুত্র।
তথ্য মতে, শিশু কাইয়ুম মানসিক প্রতিবন্ধী। তার মা নেই। বাবা বেঁচে আছে। তবে দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসারে ব্যস্ত তিনি। কাইয়ুম কখন কী করে, কোথায় যায়, খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছে কি-না, খোঁজ-খবর তেমন রাখে না তার পরিবার। পরিবারের যত্ন থেকে বঞ্চিত হলেও এলাকার মানুষ তাকে বেশ ভালোবাসতো। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কাইয়ুমের পরিবার জানান, বদরখালী স্টেশনের পূর্ব পাশে রাতে আধারে কে বা কারা কাইয়ুমকে হত্যা করে একটি পুকুরে ফেলে চলে যায়।
তার বাবা জানান, আমার ছেলে প্রতিবন্ধী ছিল। কে বা কারা তাকে হত্যা করছে, তা বুঝতেই পারছি না। ঘাতকেরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমার কাইয়ুমকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।
Post a Comment