বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: এখনো খোঁজ মিলেনি ১১ জেলের

কূলে ফেরার পথে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।


এই ঘটনায় কোস্টগার্ড ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে। এখনো ১১ জন জেলে নিখোঁজ রয়েছে।


জেলেরা জানিয়েছেন, গত মঙ্গলবার এফবি মায়ের দোয়া নামে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। ওই ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। পরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় তারা কূলে ফিরে আসছিলেন। এসময় শহরের ডায়বেটিস পয়েন্ট থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে ঢেউয়ের ধাকায় ট্রলারটি ডুবে যায়।



পরে কোস্টগার্ড ও অন্যান্য ট্রলারগুলো ৮ জন জেলেকে উদ্ধার করলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। বিষয়টি জানিয়েছেন, ট্রলারের মাঝি হাফেজ আহমেদ।

ওই ট্রলারটির মালিক কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের জাকির হোসেন। ট্রলারের সব জেলেই খুরুশকুলের বাসিন্দা।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন