কুতুবদিয়ার সন্তান কক্সবাজারের ওয়ার্ল্ড বীচ হোটেলে মৃত্যুর রহস্য উদঘাটনের
দাবি পরিবারের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ধুরুং আদর্শ পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক হাসান শহীদের একমাত্র পুত্র সৌরভ( ৩৬) এর লাশ কক্সবাজারের কলাতলী ওয়ার্ল্ড বীচ হোটেলের একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্বার করেছে ককসবাজার থানার পুলিশ। সৌরভের বাড়ী দক্ষিণ ধুরুং ইউনিয়নের কুতুব শরীফ দরবারের পাশে সিকদার বাড়ি মরহুম মাষ্টার সৈয়দ আহমদের নাতি তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সিসি ক্যামরার ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবী জানিয়েছেন স্বজনরা।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন