মহেশখালীর কালারমার ছড়ার এসপিএম প্রকল্পে কাজ করে কয়েকমাস ধরে শ্রমিকের মজুরি বাবদ বিল পাচ্ছে না কয়েকজন স্থানীয় সাব-ঠিকাদার। ফলে অসহায় হয়ে পড়েছে তাদের নিয়ন্ত্রণে থাকা শতাধিক শ্রমিক।
দীর্ঘ ৪ মাস কাজ করার পর কাজের বিল সাবমিটও করতে পারছে না বলে জানান স্থানীয় সাব-ঠিকাদার ও ফোরম্যান শাহাদাত কবির(২৫)। তিনি বলেন, ফোরমান হিসাবে এসপিএম প্রকল্পের সিটিএল কোম্পানিতে কাজ করতেছি প্রায় দেড় বছরের অধিক সময়। বিগত ৪ মাস আগে রং ফুটিং, প্লাস্টার বাবদ কন্ট্রাকে ৫০ জনের অধিক শ্রমিক নিয়োগ করে কাজ করার পরও চার মাস ধরে প্রায় ৫ লাখ টাকার বিল দিচ্ছে না।
অন্যদিকে শ্রমিকদের কাজের মজুরি দিতে না পারায় তারা অসহায় হয়ে পড়েছে। এ নিয়ে মহেশখালী থানায়ও অবগত করেছি। অসহায় দরিদ্র মানুষের বেতন পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অপরদিকে কন্টাক্ট করে তেলের ট্যাংকে ১৮ জন শ্রমিক দিয়ে ২২ দিন ধরে কাজ করার পর প্রায় ৪লাখ টাকার বেতন দিচ্ছে না বলে অভিযোগ করেন মোঃ ইয়াছিন। বেতন দিতে না পারলে শ্রমিকেরা কি খাবে। তাদের পরিবার পরিজন নিয়ে কোথায় যাবে। তিনি বলেন, বিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। আমরা আইনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে সংযোগ না দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Post a Comment