বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেছে কক্সবাজারের অন্যতম সামাজিক সংগঠন আস্থা বাংলাদেশ। ১৫ই আগস্ট ,সোমবার বিকাল ৩ ঘটিকায় কক্সবাজার সিকদার মহলস্থ আস্থা বাংলাদেশ কার্যালয়ে সাধারন সদস্য মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট দেলোয়ার হোছাইন ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও তার মানবিক গুনাবলী বাস্তব জীবনে প্রয়োগের উপর আলোচনায় অংশ নেন সংগঠনের সহযোগী সদস্য, সাধারন সদস্য ও স্থায়ী সদস্যবৃন্দ।
আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর মানবিক গুনাবলী বিশেষ করে মানষিক দৃঢতা, সাধারন জীবন যাপন, নেতৃত্বগুন নিয়ে আলোচনা করেন এবং বেশি বেশি বঙ্গবন্ধুর জীবনী পাঠের উপর গুরুত্বারোপ করেন। বক্তাগন বলেন, ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রায় যে অপুরনীয় ক্ষতি হয়েছে তা কখনো পুরন হবে না তবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে সমাজের মানুষের জন্য কাজ করলে বঙ্গবন্ধু আত্না শান্তি পাবে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।
পরে ১৫ই আগষ্ট নিহত সকলের আত্নার মাগফরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।
সভার সভাপতি এডভোকেট দেলোয়ার হোছাইন বক্তব্যের মাধ্যমে সভার সমাপনী ঘোষনা করেন।

Post a Comment