বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান মাহমুদ।


এশিয়া কাপের জন্য শনিবার (২০ আগস্ট) থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ডানহাতি পেসার হাসান মাহমুদ। সে ক্ষেত্রে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না হাসানের। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন হাসান। জিম্বাবুয়েতে দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি জায়গা করে নেন এশিয়া কাপের স্কোয়াডেও। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ খেলে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু দুভাগ্যবশত ফের চোটে পড়লেন তিনি। ফলে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না তরুণ এই পেসারের। 

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন