ধলঘাটায় অধিগ্রহণকৃত জমি মালিকদের সাথে দুর্নীতি রোধে প্রশাসনের মতবিনিময় সভা
ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বন্ধের লক্ষ্যে আজ ৩০ জুলাই ২০২২ তারিখ কক্সবাজার এর মহেশখালী উপজেলার ধলঘাটের প্রকল্প এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জমির মালিকদের অন্য কারো মুখাপেক্ষী না হয়ে নিজের কাজ নিজে করতে পরামর্শ দেয়া হয়। কোন কাজে হয়রানির শিকার হলে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, প্রয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এবং জেলা প্রশাসকের শরণাপন্ন হতে ভূমি মালিকদের অনুরোধ জানানো হয়।
যেকোন প্রকার দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসন, কক্সবাজার অধিকতর সতর্কতা অবলম্বন করবে মর্মে উল্লেখ করে এ বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি), মহেশখালী, চেয়ারম্যান ধলঘাট ও মাতারবাড়ি ইউনিয়ন পরিষদসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
Post a Comment