মাতারবাড়িতে ভুয়া পাসপোর্ট তৈরি চক্রের দু'জন গ্রেপ্তার

মহেশখালী উপজেলার
মাতারবাড়িতে ভুয়া পাসপোর্ট তৈরি চক্রের দু'জন গ্রেপ্তার রোহিঙ্গাদের জাল সনদ দিতেন মাতারবাড়ী ইউপি সচিবের সহযোগী অনলাইন ডেস্ক।। রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দিতেন চট্টগ্রামের মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সচিবের সহযোগী সালেহ নূর। এ চক্রের সঙ্গে যুক্ত এরশাদুর রহমান নামে অপর এক যুবক। যাঁরা গ্রেপ্তার হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে। রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি চক্রের এই দুই সদস্যকে গত বৃহস্পতিবার মহেশখালী থেকে গ্রেপ্তারের পর শুক্রবার তাঁদের কারাগারে পাঠান চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সালেহ নূর মহেশখালীর সাতঘরপাড়ার জাফর আহমেদের ছেলে। এরশাদুর মহেশখালীর পূর্ব মাছুয়াখালীর সৈয়দ নূরের ছেলে। পিবিআইয়ের এসআই জুয়েল চন্দ্র পাল বলেন, ২০১৯ সালে করা জাল কাগজপত্র দিয়ে পাসপোর্ট তৈরি মামলার তদন্ত করতে গিয়ে দুই আসামিকে মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা রোহিঙ্গাদের পাসপোর্ট পেতে জাল কাগজপত্র তৈরি করে দিতেন। ২০১৯ সালের ২০ নভেম্বর পরিচয় গোপন করে নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে দুই রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটকরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার ইসমাইল হোসেনের মেয়ে নাম অহিদা (২৫) ও তাঁর সহযোগী মো. সিরাজুল ইসলাম (৫২)। তিনি বাকলিয়া চাক্তাই এলাকার হাজী আবুল হোসেনের ছেলে। অহিদা পাসপোর্ট করানোর জন্য কাউন্সিলর ইসমাইল বালীর সই করা একটি নাগরিকত্ব সনদ ফাইলে জমা দেন। সেই সঙ্গে তাঁর বাবার জাতীয় পরিচয়পত্রও জমা দিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। সেই মামলায় সালেহ নূর ও এরশাদুর রহমান নামে দু'জনকে গ্রেপ্তার করে পিবিআই।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন