ক্যান্সার আক্রান্ত শফিউল আলমের পাশে দাঁড়িয়েছেন মহেশখালী সমিতি -ঢাকা।

ক্যান্সার আক্রান্ত শফিউল আলমের পাশে দাঁড়িয়েছেন মহেশখালী সমিতি -ঢাকা। মহেশখালী পৌরসভা দক্ষিণ ঘোনাপাড়ার ক্যান্সার আক্রান্ত শফিউল আলমের চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেছে মহেশখালী সমিতি - ঢাকা। শফিউল আলম গোরকঘাটা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। গত ১৩ মাস ধরে ক্যান্সারের চিকিৎসা চালাতে গিয়ে শফিউল আলমের পরিবার সব সহায় সম্বল হারিয়ে নিঃস্ব। কিন্তু তার চিকিৎসা চালিয়ে যেতে আরো ৫ লক্ষ টাকা দরকার। যা তার পরিবারের বহন করার সামর্থ নেই। শফিউল আলমের তার জীবন বাঁচাতে মানবিক আবেদনের প্রেক্ষিতে তার পাশে দাঁড়াল মহেশখালী সমিতি।
আজ ঢাকায় ইনসাফ বারাকাহ জেনারেল হাসপাতালে মহেশখালী মহেশখালী সমিতি- ঢাকা'র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসাবে নগদ অর্থ প্রদান করেন মহেশখালী সমিতি - ঢাকা'র সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সহ-সভাপতি সাজ্জাদ হেলাল উদ্দিন ও অর্থ সম্পাদক রাসেদুল ইসলাম।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন