মাতারবাড়ী ব্রীজের পূর্বে পাশে বিদ্যুৎ এর খুঁটিতে ঝুলন্ত লাশ

মাতারবাড়ী ব্রীজের পূর্বে পাশে বিদ্যুৎ এর খুঁটিতে ঝুলন্ত লাশ কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ী ব্রীজের পূর্বে পাশে বিদ্যুৎ এর খুঁটিতে ঝুলন্ত কিশোরের লাশটি মাতারবাড়ী ৩নং ওয়ার্ডের সোনামিয়ার পুত্র ইদ্রিস (১৪)বলে জানা গেছে। সূত্র জানায়, মাতারবাড়ী রাজঘাট এলাকার কয়েক জন যুবক স্থানীয় কিশোরদের ব্যবহার করে কয়লাবিদ্যুৎ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প থেকে বাঙারী মালামাল চুরি করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
অনেকের ধারণা মতে একই সিন্ডিকেট ঐ অবুঝ কিশোর কে টাকার লোভে ফেলে বিদ্যুৎ এর তার কাটার জন্য খুটিতে তোলে দিয়েছে। কিন্তু তার কাটার আগেই বিদ্যুৎ ঐ কিশোরের প্রাণ কেড়ে নিল। আবার অনেকে বলেন ঐ কিশোর অতীতে কোন ধরণের খারাপ কাজে জড়িত ছিল না। তবে বিস্তারিত তথ্য জানা যায় নি।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন