সামার্থ্যবানদের সামান্য উপহার হয়ে উঠুক একজন আদর্শ মেধাবী ছাত্রের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার
"আপনাদের সহযোগিতায়,
অসহায় শিক্ষার্থী স্বপ্ন বুনবে নতুন করে"
সামর্থ্যবানদের সামান্য উপহার, হয়ে উঠুক একজন আদর্শ মেধাবী ছাত্রের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার।
মহেশখালী উপজেলার বিভিন্ন কলেযে অধ্যায়নরত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কথা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে, আমাদের কাছে খবর এসেছে এখনো ইন্টার ১ম বর্ষের অনেক ছাত্র-ছাত্রী বই গাইড় সহ প্রয়োজনীয় কোন শিক্ষা সামগ্রী কিনতে পারেনি। তাই তাদের পাশে দাড়াতে স্টুডেন্ট'স ইউনিটি মহেশখালী আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।সবাই সবার স্থান থেকে সাহায্য করুন!আজ আমি আপনাদের কাছে সাহায্যে হাত বাড়িয়ে দিলাম। দয়া করে কেউ এই হাত খালি ফিরিয়ে দিবেন না।
স্টুডেন্ট'স ইউনিটি সেচ্ছাসেবীদের এমন উদ্যোগ সহজ হতে পারে আপনাদের পরম আন্তরিকতায়। আপনাদের একটু আন্তরিকতায় হয়তো নতুন একটি স্বপ্ন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবো। আপনিও এগিয়ে আসুন স্টুডেন্ট'স ইউনিটি টিমের পাশে। সহযোগিতা করতে পারেন নির্দিষ্ট কিছু শিক্ষা উপকরণ দিয়ে, যা একান্ত যত্নে পৌঁছে দেওয়া হবে উপজেলা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অসহায় শিক্ষার্থীদের হাতে।
কোন প্রকার নগদ অর্থ নয়,আমাদেরকে শিক্ষা সামগ্রী দিয়ে এমন মহতি উদ্যোগ সফল করতে সহায়তা করুন। আমাদের যেকোন ইন্টার ১ম বর্ষের বই দেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারেঃ ০১৮৬১১৯১৮৮২
★আমাদের যা প্রয়োজন।
১, মানবিক শাখার বই (৫ সেট)
২, বিজ্ঞান শাখার বই (৫ সেট)
৩, ব্যবসায় শিক্ষা শাখার বই (৫ সেট)
৪, ভোকেশনাল শাখার বই (৫ সেট)
বিঃদ্রঃ আপনি চাইলে প্রতি শাখার জন্য অন্তত একটি বই হলেও উপহার দিতে পারেন।
আসুন আমাদের সমাজের সকল শ্রেনীর মানুষদের নিয়ে একসাথে শিক্ষার আলোর সন্ধান করি,নতুন স্বপ্নের বাস্তবায়ন করি। সমাজের সবাই মিলে একসাথে হাঁসি,একসাথে বাঁচি।
Post a Comment