কালারমারছড়ার উত্তর নলবিলা বড়ুয়া পাড়ায় শ্রাবণ বড়ুয়া নামের এক যুবককে লোহার রড দিয়ে আঘাত

মহেশখালীর উত্তরনলবিলা ১নং ওয়ার্ডের মনহরি বড়ুয়ার ছেলে বখাটে দর্পণ বড়ুয়া (২৬) পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের শেষ বর্ষের ছাত্র শ্রাবণ (২২) বড়ুয়াকে মেরে আহত করেছে।
গত ১৪ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে মহেশখালী উপজেলা উত্তরনলবিলা কেন্দ্রীয় সৈকত বৌদ্ধ বিহারে প্রার্থনা করতে যায় শ্রাবণ বড়ুয়া। প্রার্থনা করে বিহার থেকে বেরিয়ে যাবার সময় আগে থেকে ওৎ পেতে থাকা বখাটে দর্পণ বড়ুয়া শ্রাবণ বড়ুয়াকে পিছন দিক থেকে ঘাড় ও মাথায় লোহার রড় দিয়ে পরপর তিনটি আঘাত করে।মূহুর্তে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শ্রাবণ বড়ুয়া। তার নাক,মুখ,কান দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছে।
এ সময় উপস্থিত লোকজন শ্রাবণ বড়ুয়াকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বদরখালী জেনারেল হসপিটালে ভর্তী করালে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেন। বর্তমানে তাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে পরে ওখান থেকে নিউরোলজিক্যাল ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় তার অবস্থা সংকটাপন্ন।
শ্রাবণ বড়ুয়ার মা জানিয়েছেন, তিন বছর আগে ফানুস উত্তোলন পরবর্তী উল্লাস করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে শ্রাবণ বড়ুয়াকে ১৪ জুলাই আনুমানিক সকাল সাড়ে আটটার সময় লোহার রড দিয়ে মাথায় আঘাত করে দর্পণ বড়ুয়া। তিনি আরো বলেন,এখানকার কিছু লোক ইন্দন জুগিয়ে দর্পণ বড়ুয়াকে লেলিয়ে দিয়েছি আমার ছেলেকে মেরে ফেলার জন্য।পুলিশ তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে। এই ঘটনায় শ্রাবণ বড়ুয়ার চাচা নিরল বড়ুয়া বাদী হয়ে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেছে।
Post a Comment