মহেশখালীতে "দ্বীপ-আলো সংঘ" এর নব কার্যকরী কমিটি গঠিত

দ্বীপ উপজেলা মহেশখালীর অন্যতম সামাজিক সংগঠন "দ্বীপ-আলো" সংঘের ২২-২৪ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীরা গেলো ১৩/৭/২২ উক্ত কমিটি ঘোষণা করেছে। উক্ত কমিটিতে মুহাম্মদ সুজন কে সভাপতি,নুরুল ইসলাম, সজিবুল ইসলাম মাসুদ, রবিউল হক টিপু কে সহ-সভাপতি,বোরহান উদ্দিন শায়েখ কে সাধারণ সম্পাদক,মেহেদী হাসান রিফাত কে যুগ্ম-সাধারণ সম্পাদক,রিয়াজ নূর কে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।"দ্বীপ-আলো"সংঘ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে বলে জানান উক্ত সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিয়াজ নূর বলেন "দ্বীপ-আলো" সংঘ বৃক্ষরোপন কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ সহ আরো কয়েক ডজন কর্মসূচি বাস্তবায়ন করেন। এলাকার বাসিন্দা মুহাম্মদ সাদ্দাম হোসেন বলেন"দ্বীপ-আলো" সংঘ আমাদের সমাজে বিভিন্ন সামাজিক ও জাতীয় অনুষ্ঠান স্বম্পন্ন করে আমাদের এলাকায় সাড়া জাগিয়েছে। আমরা এলাকাবাসী "দ্বীপ -আলো"সংঘের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন