মহেশখালীতে রাত ১০ টার পর চলবে ডাম্পার গাড়ী


মহেশখালীতে ডাম্পার গাড়ি চলাচলের সময়সীমা বেঁধে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইয়াছিন।

রাত ১০ টার পর থেকে চলবে ডাম্পার গাড়ি নির্দিষ্ট সময়ের আগে চলতে দেখা গেলে জনগনকে গাড়ি আটক করে সংবাদ দিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন জানান‚ সড়কে শৃঙ্খলা ও দূর্ঘটনা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন আজ হতে সকল গাড়ি ও ড্রাইভারদের লাইসেন্স তল্লাশি করবে পুলিশ। 

তার সাথে নতুন বাজারে পুলিশ বক্স বসাবে বলেও কথা দিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী থানার তদন্ত আশিক ইকবাল ও মোস্তফা আনোয়ার চৌধুরী। 


আজ সকালে বড় মহেশখালীর মিয়াজির পাড়ায় স্বপনের মালিকানাধিন একটি ডাম্পার গাড়ির চাপায় ৬ বছরের এক শিশু সহ দুই জন নিহত হয়।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন