পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শাপলাপুর (পুসাস) এর ২০২২-২৩ সালের নতুন কমিটি ঘোষনা

পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ে গত ১২-০৭-২২ ইং তারিখে 'শাপলাপুর উচ্চ বিদ্যালয়' মিলনায়তনে "পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শাপলাপুর "(পুসাস) এর ২০২২-২৩ সালের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। 

পুসাস এর সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করেন সাবেক সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান এবং উপদেষ্টা সুমন কৃষ্ণ তালুকদার। 

নির্বাচন শুরুর প্রাক্কালে অত্র সংগঠনের সংবিধানে (নীতিমালা) পড়ে শুনান জনাব আব্দুল্লাহ আল নোমান  এবং পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।


নির্বাচন প্রক্রিয়া:

১ম পর্বে ২০১৬ _১৭ সেশন(তথা মাস্টার্স )  থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উপস্থিত ১ম বর্ষ থেকে মাস্টার্সের সকলে উক্ত দুই পদে ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট প্রদান করেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনে থাকা তিনজনই ভোট দানে বিরত ছিলেন (যা 'পুসাস' সংবিধানেই বলা আছে)।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফ হাসান সোহেল, শিক্ষার্থী ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান শিক্ষার্থী  ইসলামিক স্টাডিজ  বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

নির্বাচন পরবর্তী নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সবার উদ্দেশ্যে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে নবনির্বাচিত কমিঠি সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য  প্রতিজ্ঞাবদ্ধ হন। এছাড়া, সুন্দর আগামী নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন। পূর্বের কমিটিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে তাদের বক্তব্য শেষ করেন।  

সবশেষে নির্বাচন কমিশনে থাকা সবাই বক্তব্য রাখেন এতে তারা সবাইকে পরস্পরের সহযোগী হয়ে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সুপরামর্শ দেন। এবং নিজেরাও সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।

0/একটি মন্তব্য / মন্তব্য পোস্ট করুন